লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতেই প্রেস মিট দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের
1 min read
তুহিন শুভ্র মন্ডল সাধারণ একটা ধারণা ছিলোই যে আজ ঘোষনা করা হতে পারে ভারতবর্ষের দু’ হাজার উনিশ সালের নির্বাচনের ।বিকেলের পর তা ঘোষনা হতেই সার্কিট হাউসে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) প্রনব কুমার ঘোষ, তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী ও অন্য আধিকারিক দের সঙ্গে নিয়ে প্রেস মিট করলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ড. দীপাপ প্রিয়া পালরাজ। ঘোষনা অনুযায়ী সাতটা পর্যায়ে ভোটগ্রহণ করা হবে।যার শুরু হচ্ছে ১১ এপ্রিল এবং শেষ ১৯ শে মে।ভোটগননা হবে ২৩শে মে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিক দের সামনে দক্ষিন দিনাজপুরের ক্ষেত্রে জেলাশাসক দীপাপ প্রিয়া পালরাজ জানান – মোট ভোটার ১২ লক্ষ ৯ হাজার ৭৬৭ , পুরুষ-৬ লক্ষ ২২ হাজার ২৬৯, মহিলা- ৫ লক্ষ ৮৭ হাজার ৪৪৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫৩ জন।জেলায় মোট বুথের সংখ্যা ১৩০৫ এবং অভিযোগ জানানোর টোল ফ্রি নম্বর ১৯৫০।জেলায় ভোটপর্ব সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সাংবাদিক দের সহযোগিতা চেয়ে এবং ধন্যবাদ জানিয়ে প্রেস মিট শেষ করেন জেলাশাসক ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});