একান্তে সাক্ষাৎকার সূচন্দ্রা ভানিয়া র সাথে
1 min read
সূচন্দ্রা ভানিয়া – এই নাম টির পিছনে রয়েছে অক্লান্ত এক পরিশ্রম র ইতিহাস। রীতি মতো মাথার ঘাম পায়ে ফেলে আজকের সূচন্দ্রা ভানিয়া। একটা সময় ছিল যিনি টলিউড ইন্ডাস্ট্রি র সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল । কিছু সময় র জন্য বিরত থাকলেও তার সেই লুকিয়ে থাকা মেধাকে কাজে লাগিয়ে নিজের ভালোলাগা কে , দুঃখ , কষ্ট সব ইমোশন কে অভিনয় র মাধ্যমে যেভাবে চরিত্র র মাধ্যমে ফুটিয়ে তুলতো আজো সকল মানুষ র মনে দাগ কেটে গেছে।
তিনি হলেন একজন উচ্চ মানের ধার্মিক মানুষ। এত ব্যাস্ততার মাঝেও তিনি কিন্তু ধার্মিকতা বজায় রেখেছেন এবং ঠাকুর র কৃপায় তিনি আজ প্রতিষ্ঠিত । খুব সাধারণ ইচ্ছা তার ।তিনি তার সাধারণ ইচ্ছা গুলো কে তার নিজের ” JUST STUDIO ” র মাধ্যমে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান । তার এই প্রবীণ অভিজ্ঞতা সবার অভিজ্ঞতা কেই হার মানায়।
আমরা সকল এই জানি মেয়েরা কম বেশি সাজতে পছন্দ করে। আর বাঙালী মানেই শাড়ী । সেই শাড়ী র কি কি বৈশিষ্ট্য হতে পারে তা তিনি তুলে ধরছেন। আমরা সব্বাই জানি আজকের যুগে বেশিরভাগ ছবিতে রিমেক হচ্ছে কিন্তু তিনি বাস্তব নিয়ে ছবি করেছেন JUST STUDIO র মাধ্যমে।
বর্তমানের কথা র পক্ষ থেকে তার এই যোগ্য কাজ কে জানাই অনেক শ্রদ্ধা।।