December 23, 2024

কুশমন্ডিতে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত: ১০ লাখ টাকার ক্ষতি

1 min read

মঞ্জুর আলম :- কুশমন্ডিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে ২টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর  ১২ টায় কুশমন্ডির ৩ নং মালিগাও গ্রাম পঞ্চায়েতের কান্দোহ গ্রামে। 
ভস্মীভূত ঘরের  মালিক সাহিদ হোসেন জানান, ‘আমি বাড়ির বাইরে থেকে দুপুর ১২ টার দিকে যখন বাড়ির কাছাকাছি আসি তখন শুনতে পাই মানুষের হই হুল্লোর। বাড়িতে এসে দেখি আগুনে আমার ঘর পুড়ছে। তাপের কারণে কেউ আগুন নেভাতে কাছাকাছি যেতে পারেননি। সবার চোখের সামনেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় পরিবারের কেউ ঘরে ছিল না। আগুনের এ তাবলীলা প্রায় ১ ঘণ্টা যাবত চলতে থাকে। দমকলকে খবর দিলে তারা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।’ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানান সাহিদ হোসেন।  খবর পেয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাহায্যের অাশ্বাস দেন।

29 thoughts on “কুশমন্ডিতে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত: ১০ লাখ টাকার ক্ষতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *