বাইপাসের কাজ করতে গিয়ে ফির জখম ইসলামপুরের দুই কৃষক।
1 min readতুষার বিশ্বাস (বর্তমানের কথা): উত্তর দিনাজপুরে ইসলামপুর বৃহস্পতিবার বাইপাসের বলঞ্চা এলাকায় বাইপাশে প্রশাসনের কাজে বাধা দিতে গিয়ে আহত হলেন দুই জন কৃষক।কৃষকদের বাধা সরিয়ে কাজ করলো প্রশাসন।স্থানিয় সুত্রে জানা গিয়েছে যে,বৃহস্পতিবার সকালে ইসলামপুরের বলঞ্চা এলাকায় প্রশাসন কাজ করতে গেলে কৃষকরা বাধা দেয়।কৃষকদের অভিযোগ বাঁশ ঝাড় কাটার জন্য প্রশাসনের কাছে এক ঘন্টা সময় চেয়েছিল।কিন্তুু প্রশাসন সেটুকুও সময় না দিয়ে জেসিপি দুয়ে বাঁশ ঝাড় ওঠাতে গেলে কৃষকরা বাধা দেয়।এবং সেই সময় কৃষকদের মাথায় বাঁশ ঝাড় পরে গিয়ে দুজন কৃষক আহত হন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।দুজন কৃষক আহত হওয়ার পর প্রশাসন তাদেরকে হসপিটালে নিয়ে যেতে চাইলে পরিবারের লোকেরা তাদেরকে বাড়ি নিয়ে যায়।দুজন কৃষক আহত হওয়ার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে প্রশাসন পুরো দমে বাইপাশের কাজ চালিয়ে যাচ্ছে।