উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ মন মোহন বালিকা বিদ্যালয়ের ব্লক প্রশাসনের উদ্যেগে জাতীয় ভোটার দিবস উদযাপন।
পিয়া গুপ্তা (বর্তমানের কথা): উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ব্লক প্রশাসনের উদ্যেগে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ এ অবস্থিত স্থানীয় মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় এ পালিত হলো জাতীয় ভোটার দিবস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মহম্মদ জাকারিয়া।তিনি তার বক্তব্য এ বলেন ভারত বর্ষে ভোটার দিবস হিসেবে পালিত হয় ২৫ শে জানুয়ারি।ভোটার দিবস কেন পালন করা হয় সে ব্যাপারে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যারা আগামী দিনের ভবিষৎ তাদেরকে ভোটার দিবস সম্পর্কে সচেতন করেই এই দিনটি পালন করা হয়।এইদিন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মহম্মদ জাকারিয়া নির্বাচন সম্পর্কে নানাবিধ প্রশ্ন করে থাকেন ।ভারতের নির্বাচন কমিশন সম্পর্কেও বেশ কিছু ধ্যান ধারণা ছাত্রীদের মধ্যে দিয়ে থাকেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা ভট্টাচার্য ভোটার দিবস সম্পর্কে ছাত্রীদের সামনে আলোকপাত করেন।এইদিন কালিয়াগঞ্জ ব্লকের ৪নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতেও ভোটার জাতীয় দিবস উদযাপন করা হয়।