December 22, 2024

এবারো মানুষ তৃনমুল কংগ্রেসের প্রাথীদের দুইহাত তুলে আশিবাদ দিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রীকে পঞ্চায়েত উপহার দিবেন

1 min read

তন্ময় চক্রবতী,শঙ্কর গুপ্তা (বর্তমানের কথা): মুখ্যমন্ত্রীর গ্রামের মানুষদের জন্য যে কাজ গুলি করছে তা এক নজীর বিহীন। তাই এবারো মানুষ তৃনমূল কংগ্রেসের প্রাথীদের দুইহাত তুলে আশিরবাদ করে পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পঞ্চায়েত উপহার দিবেন । এক সাক্ষাকারে এই কথা বলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তৃনমূল ব্লক কংগ্রেস সভাপতি দোধী মোহন দেবশর্মা। তিনি বলেন বিগত ৩৪ বছরে রাজ্যের বামফ্রন্ট সরকার যা পারে নি তা করে দেখিয়েছে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে তৃনমূল কংগ্রেস সরকার। তাই এখন মূখ্যমন্ত্রী গ্রামের মানুষের জন্য নয়নের মনিতে পরিনত হয়েছে। তিনি বলেন রাজ্যের গ্রাম বাংলার মানুষের জন্য যেমন কন্যাশ্রী,রুপ্স্রী , শিক্ষাশ্রী প্রকল্প করেছে তেমন ই বিধ্য থেকে বিধবা ভাতা এছাড়া বাংলার শিল্পীদের জন্য শিল্পী ভাতা দিয়ে এক নয়া নাজীর গরেছেন। এছাড়া গ্রামের মানুষদের জন্য ২ টাকা দরে চাল দিয়ে গ্রামের মানুষের মন জয় করে নিয়েছেন। তাই তিনি মনে করেন এবারের পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের গ্রামবাংলার মানুষের কাছে তাদের মন জয় করে জয়ী হয়ে গেছেন।তিনি বলেন  বিগত ৩৪ বছরের বামজামানায় পশ্চিমবঙ্গ কে কঙ্গালের রাতত্বে পরিনত করেছে শুধু মানুষের উন্নয়নের কথা ভূলে গিয়ে তাই মানুষ তাদের জবাব দিয়ে তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তিনি বলেন রাজ্যের মূখমন্ত্রী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন এবং কথা বলছেন যে জেলায় জেলায় যাতে নতুন কলকারখানা হয় তার জন্য দেশী বিদেশী শিল্পপতিদের দিয়ে ভাল ভাল কলকারখানা যাতে হয় তার জন্য দেশী বিদেশী শিল্পপতিদের দিয়ে।ভাল ভাল কলকারখানা যাতে গড়ে উঠে। তিনি বলেন এখানে এখন অনেক কাজ পাচ্ছে পঞ্চায়েত থেকে। তাই কেউ যদি এখানে কাজ পাছে না বলে তিনি তার সাথে  সমহত নয়।রাজ্যের মূখ্যমন্ত্রী বারে বারে ভিন রাজ্যে যাওয়া মানুষদের এই রাজ্যের আসার আহব্বান করছেন। কারন এখানে অনেক কাজ আছে। রাজ্যে সরকার সেই সব মানুষদের জন্য এখানেই কাজের সুযোগ করে দিয়েছেন বিভিন্ন ভাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *