তিনদিন পরে বাড়ি পৌছলো মানসিক ভারসাম্যহীন যুবক সুজন ঘোষ
1 min readতমাল চক্রবর্তী আলিপুরদুয়ার:-মানসিক ভারসাম্যহীন ছেলে সুজন ঘোষ,বিগত তিনদিন পরে বাড়ি পৌছলো মানসিক ভারসাম্যহীন যুবক সুজন ঘোষ,
বাড়ি, কামাক্ষাগুড়ির শিববাড়ি রোড (টাউনক্লাবের পাশে), তার বাবার নাম,স্বগীয় গোপাল ঘোষ, তার বাড়ি লোকেরা আলিপুরদুয়ার হাসপাতাল থেকে সুজন কে ফিরে পেল আজ। সুজনের মা তাকে বাড়ি নিয়ে গেলেন, সুজনের বাড়িতে গিয়েছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কামাক্ষাগুড়ির কো-অর্ডিনেটর অনুপ দাস ও জয় দাস। রাজাভাতখাওয়া ট্রেন লাইনের পাশে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় তাকে,উদ্বার করার সময় তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়,কোনোরকম জ্ঞান ছিলো না তার, আলিপুরদুয়ার হসপিটালে ৮ নম্বর বেডে ছিল সে , ব্লাড ডোনার অর্গানাইজেশনের অালিপুরদুয়ার জেলার কো-অর্ডিনেটর রাকেশ মল্লিক ও সজিত সরকার ,জয় ঘোষ,পাপিয়া সাহা হসপিটালে সুজনকে দেখতে যান,
সুজনের মা সাবেত্রী ঘোষ তার ছেলেকে পেয়ে খুব খুশি। তিনি বলেন সুজন মানসিক ভারসাম্যহীন । তিনি বলেন ,আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ,অনটন নিত্য সঙ্গী, খাবার জোটাতে হিমসিম খেতে হয়,তিনি সুজনের চিকিৎসার সাহায্য চেয়েছেন সকলের কাছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন অালিপুরদুয়ার জেলার কো-অর্ডিনেটর রাকেশ মল্লিক বলেন, সুজনের চিকিৎসা প্রয়োজন, সুজন সাত বয়স থেকেই মানসিক প্রতিবন্ধী। ওর পাশে আমরা আছি।সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে তার পরিবারকে, আজ ব্লাড ডোনার এ
অর্গানাইজেশনের অালিপুরদুয়ার কামাক্ষাগুড়ির কো-অর্ডিনেটর জয় ঘোষ বাড়ি পৌছে দিলো সুজনকে।তাদের সহযোগিতায় ছেলেকে কাছে পেয়ে বেজায় খুশি সুজনের মা সাবিত্রী দেবী ।