মাদারিহাট-বীরপাড়া ব্লকের রাঙালিবাজনা ইসলামাবাদ গ্রামের বাবা দরবেশ তবিয়তের মাজারে দুদিন ব্যাপী জলসা ও মেলার উদ্বোধন
1 min readতমাল চক্রবর্তী ,আলিপুরদুয়ার :- মাদারিহাট-বীরপাড়া ব্লকের রাঙালিবাজনা ইসলামাবাদ গ্রামের বাবা দরবেশ তবিয়তের মাজারে দুদিন ব্যাপী জলসা ও মেলার উদ্বোধন হলো মঙ্গলবার,এই মেলা উপলক্ষ্যে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই মেলা প্রাঙ্গনে উপস্হিত হয়েছেন,এই মেলাকে স্থানীয়রা মিলন মেলা হিসাবে গণ্য করেছেন,ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,এদিকে যেমন মেলা চলছে অপরদিকে মেলাকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল,এই রক্তদান শিবিরে 158 ইউনিট রক্ত জমা পড়েছে, অন্যদিকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে 144জনের চোখ পরীক্ষা করা হয়েছে,যাদের চোখের অসুবিধা আছে তাদের শিলিগুড়ি লায়ন্স হসপিটালে বিনামূল্যে ঔষধ ও অপারেশনের ব্যাবস্থা করা হয়েছে, দূরদূরান্ত থেকে বহু লোক আজ এই মেলায় সামিল হয়েছেন,মেলা চলবে দুদিন ধরে,আজ মঙ্গলবার সারারাত ব্যাপী মেলার দোকানপাট খোলা থাকবে।যত রাত বাড়বে তত মেলায় আগতদের সংখ্যা বাড়তে থাকবে।মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছে,মেলার প্রতিটি প্রবেশ পথে সিভিক ভলান্টিয়ার নামানো হয়েছে ও মেলা চত্বর সিসিটিভির আওতায় আনা হয়েছে,যত সময় যাচ্ছে একটু একটু করে ভিড় বেড়ে চলছে মেলা প্রাঙ্গনে,মেলা প্রাঙ্গণে বহু ভিক্ষুকের সমাবেশ দেখতে পাওয়া গেলো তারা এসেছেন কিছুটা সাহায্য পাবার আশায়,মেলায় আগত দর্শনার্থীরা তাদের হাসিমুখে সাধ্যমত অর্থ সাহায্য করছেন,মেলাকে কেন্দ্র করে এলাকার কচিকাঁচারা আনন্দ উপভোগ করছে।