গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠী শান্তি সংঘের কার্যালয় উদ্বোধন
1 min readরৌণাক কুমার যাদব (ইসলামপুর): গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠী শান্তি সংঘের কার্যালয় উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েষা রানী এ।মঙ্গলবার আনন্দ ধারা প্রকল্পের অন্তর্গত আঠারো লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত গুঞ্জরিয়া শান্তি সংঘের কার্যালয় উদ্বোধন করেন তিনি। এছাড়া ইসলামপুর ব্লকের প্রানী মিত্রদের রামগঞ্জ-দুই গ্রাম পঞ্চায়েতে দুইটি, গাইসাল গ্রাম পঞ্চায়েতে তিনটি ও বাকি এগারোটি গ্রাম পঞ্চায়েতে একটি করে সাইকেল প্রদান করা হয়। পাশাপাশি এদিন গুঞ্জরিয়া শান্তি সংঘের অধীনস্থ নয়টি স্বনির্ভর দলকে সাড়ে চার লক্ষ টাকা করে মোট পঁচিশ লক্ষ টাকা প্রদান করা হয়। গুঞ্জরিয়া সহ রামগঞ্জ-দুই, মাটিকুন্ডা-দুই ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সহ মোট পঁচিশটি দলকে সাড়ে বাহান্ন লক্ষ টাকা প্রদান করা হয়। স্বনির্ভর দল পরিচালনা সহ ঋনের টাকা পরিশোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকার জন্য এলাহাবাদ ব্যাঙ্কের গুঞ্জরিয়া শাখার শাখা প্রবন্ধক মনোজ কুমার শর্মাকে পুরষ্কৃত করেন জেলাশাসক। এদিনের কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন ইসলামপুর ও চাকুলিয়া ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার সুইটি শর্মা, গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফারহাত তবসুম, হামিদ রেজা সহ অন্যান্যরাও। ইসলামপুর ও গোয়াল পোখর দুই ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার সুইটি শর্মা বলেন, গ্রামাঞ্চলের মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন প্রকল্পের ভিত্তিতে রাজ্য সরকার কমুনিটি ইনভেস্টমেন্ট ফান্ডে ঋন প্রদান করছে। আমরা সব দলের উপর নজর রেখে চলেছি।