ইটাহারে পবিত্র কবরিস্থানের বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা করা হল
1 min read(বর্তমানের কথা) ঃ, ইটাহার: শনিবার ইটাহারে পবিত্র কবরিস্থানের বাউন্ডারি ওয়ালের কাজের সূচনা করা হল । এদিনকাপাসিয়া অঞ্চলের বোচকাপাড়া গ্রামের কবর স্থানের রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের আর্থিক অনুকূলে এই কাজের সূচনাকরা হয়। এদিন এলাকায় কাজের সূচনা করেন এলাকার জেলা পরিষদ সদস্য মোশারফ হুসেন ছিলেন এলাকার প্রধান হাসিরুদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যক্তি কাতিক দাস, নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মোষারফ হোসেন বলেন রাজ্যের সংখ্যা লঘু উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিলের ও উওর দিনাজপুর জেলা পরিষদের সহযোগিতাই ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই কাজে। ফলে প্রবিত্র কবর স্থানের বাউন্ডারি ওয়াল সহ সুসজ্জিত গেট তৈরি করা হবে, ফলে পরিস্কার পরিচ্ছন্ন বজায় থাকবে, দীর্ঘদিন ধরেই খোলা মেলা ছিল, তাই এলাকার বাসিন্দাদের দাবি ছিল তাই কাজের সূচনা করা হল আজকে ।