শ্মশানে দেহ সৎকারে এসে তান্ডব মদ্যপ পরিজনদের মালদার ইংরেজবাজার থানার সাদুল্লাপুর শ্মশানে
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : শ্মশানে দেহ সৎকারে এসে তান্ডব মদ্যপ পরিজনদের।মদ্যপ অবস্থায় কর্মীরত পুলিশকর্মীদের অশ্লীল গালিগালাজ,তারই প্রতিবাদ করাই উল্টে পুলিশকর্মীদের মারধর চালালো মদ্যপ পরিজনেরা।ঘটনায় দুই সিভিক ভলেন্টিয়ার ও দুই কনস্টেবল মোট চার পুলিশ কর্মী গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজহাসপাতালেচিকিৎসাধীন।বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চার মদ্যপ পরিজনকে গ্রেফতার করে।ঘটনার পর থেকেই এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহলদারি।ঘটনাটি মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত সাদুল্লাপুর শ্মশানে।জানাগেছে আহত পুলিশ কর্মীরা হলেন মোস্তফা শেখ,তপন মন্ডল।এই দুইজন কনস্টেবল পদের পুলিশ কর্মী।সাথে দুইজন সিভিক ভলেন্টিয়ার। গৌতম রজক ও ভবেশ মন্ডল।এই চারজনই ইংরেজবাজার থানার সাদুল্লাপুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বর্তমানে তারা মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে মালদার রতুয়া এলাকা থেকে মৃতদেহ সৎকার্যের জন্য সাদুল্লাপুর শ্মশানে যায়।সেখানে মৃতের পরিজনেরা মদ পান করে কর্মরত পুলিশের অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে থাকে।প্রথমে পুলিশ কর্মীরা এড়িয়ে গেলেও গালিগালাজের মাত্রা আরো বাড়তে থাকে।তারপরই কর্মরত পুলিশ কর্মীরা মৃতার পরিজনদের গালিগালাজ বন্ধ করতে বলতেই বেঁধে যায় বচসা।বাঁশ, ইট দিয়ে মারধর করতে শুরু করে পুলিশ কর্মীদের।ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান।সাথে ঘটনায় জড়িত থাকায় চার জনকে গ্রেফতার করেন।শনিবার ধৃত চারজনকেই মালদা জেলা আদালতে তোলার পাশাপাশি ঘটনায় আরো জড়ি
তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।