December 22, 2024

ভুলে ভরা ওয়েবসাইট ঠিক করা উচিত অবিলম্বে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইডে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার উপ পৌরপতি কার্তিক চন্দ্র পাল

1 min read
ভুলে ভরা ওয়েবসাইট ঠিক করা উচিত অবিলম্বে সরকারের
পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইডে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার উপ পৌরপতি কার্তিক চন্দ্র পাল

তন্ময় চক্রবর্তী (বর্তমানের কথা) : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন যখন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল নেতৃত্বে দ্রুত গতিতে হচ্ছে ঠিক তখন রাজ্যের পৌরবিষয়ক ওয়েব সাইটে অবাক করা মতো কান্ড একটি ঘটনা চোখে ধরা পড়লো।সেখানে দেখা গেল এখনও কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি আছেন প্রাক্তন পৌরপতি অরুন দে সরকার।আর কার্তিক চন্দ্র পাল আছে উপ পৌরপতি।দ্রুত গতির জামানায় যখন সমগ্র পৃথিবী এগিয়ে যাচ্ছে ঠিক তখন পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইট এখন ও অবধি অপগ্রেটেশন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন গ্রাম বাংলা থেকে পশ্চিম বঙ্গের শহরাঞ্চলে যখন উন্নয়নের জোয়ার বইছে ঠিক তখন ডিজিটাল যুগে পশ্চিম বঙ্গ পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইডে এখন ও অবধি ভুল করে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকারের নাম লিখে রাখায় এবং উপ পৌরপতি হিসেবে কার্তিক চন্দ্র পালের নাম থাকায় বেশ খানিকটা লজ্জার মুখে পড়তে হলো পশ্চিম বঙ্গ সরকার কে।

কারন গত ৬ মাস হয়ে গেলো কালিয়াগঞ্জ পৌরসভার পালা বদল হওয়ার পর থেকে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি হিসেবে কার্তিক চন্দ্র পাল ও উপ পৌরপতি হিসাবে বসন্ত রায় হয়।সেই থেকে তাদের নেতৃত্বে কালিয়াগঞ্জে উন্নয়নে জোয়ার চলতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায়।আজকের দিনে কোথায় কেমন কাজ হচ্ছে ডিজিটাল জামানায় যেমন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সব প্রান্তের মানুষ পেয়ে যাচ্ছেন ঠিক তেমনই ইন্টারনেটের মাধ্যমে একটা ভুল বার্তাও অনেক কিছুই পাল্টে দিতে পারে।তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে বিভিন্ন দপ্তরের আধিকারিক দের এব্যাপারে আরো সযাগ হওয়ার পরামর্শ যাতে এমন ভুল আর না হয়।শুধু কালিয়াগঞ্জ পৌরসভা নয় ঐ ওয়েবসাইড এ রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতির নামের জায়গায় ফাঁকা রাখা হয়েছে।অবিলম্বে পশ্চিমবঙ্গ পৌর বিষয়ক দপ্তরের উচিত যতো তাড়াতাড়ি সম্ভব ওয়েব সাইডের ভুল তথ্য সংশোধন করে সঠিক তথ্য তুলে ধরে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করা সাধারণ মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *