রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা । অন্তত ৭১ জনের মারা যাওয়ার আশঙ্কা
1 min read(বর্তমানের কথা):রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা । অন্তত ৭১ জনের মারা যাওয়ার আশঙ্কা। রবিবার রাজধানী মস্কোর ডোমোডেডোভো বিমানবন্দর থেকে ওরস্কের উদ্দেশে যাচ্ছিল আন্তঃদেশীয় সারাতভ এয়ারলাইন্সের অ্যান্টোনভ এএন-১৪৮ বিমানটি। বিমানে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।খবরে প্রকাশ, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মস্কোর কাছে রামেনস্কি জেলায় ভেঙে পড়ে বিমানটি। আরগুনোভো গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, জ্বলন্ত বিমানকে তারা আকাশ থেকে পড়তে দেখেছেন। আশঙ্কা, বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও জরুরি বিভাগেরআধিকারিকরা। তাদের আশঙ্কা, এই দুর্ঘটনায় কারওরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।