December 27, 2024

দে দে পাল তুলে দে , মাঝি হেলা করিস না

1 min read
জয়ন্ত বোস , (বর্তমানের কথা): ” দে দে পাল তুলে দে , মাঝি হেলা করিস না ……” – বিখ্যাত লোকগীতির গানের কলিতে মাঝিকে তাড়াতাড়ি নৌকার পাল তুলে রওনা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু শ্রীমতী নদীর পারে ” কালিয়াগঞ্জ উন্নয়ন ” নামক তরীর পাল তুলে দিয়েছে নিজস্ব সদিচ্ছায় নব রূপকার মাঝি  কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল. পালদের তুলির টানে যেমন প্রতিমার শোভা বর্ধিত হয়ে দর্শনার্থীদের দ্বারা প্রতিমার রূপের ছটাকের বর্ণনায় সকলে পঞ্চমুখ হয়  ঠিক তদরূপ পাল মহাশয়ের তুলির টানে প্রশংসিত হচ্ছে “কালিয়াগঞ্জ উন্নয়ন” নামক তরীর . পুরোনো ইতিহাসের কথা আজও সাক্ষী হয়ে আছে. শ্রীমতী নদী খুব বড় নদী ছিল আর এই নদীতে বড় বড় তরী ভাসতো আর এই নদীতে তরী চলাচলে নদীর  ঢেউ অর্থাত তরঙ্গ নদীর দুইকুলে আছড়ে পরতো বলেই নাকি নামকরণ হয়েছিল তরঙ্গপুর. আর আজ শ্রীমতী নদীর সেই গতি নেই , ঢেউ নেই কিন্তু এ এক অন্য ঢেউ যা আছড়ে পরছে শ্রীমতী নদীর পারে তাহলো উন্নয়নের ঢেউ. পালেদের তুলির টানের মতো আগামীদিনে কালিয়াগঞ্জের শোভাবর্ধনকারী তুলি হাতে পাল মহাশয়  
এবং কালিয়াগঞ্জ উন্নয়ন নামক তরীর পাল তুলা  মাঝি সকলের আশীর্বাদধন্য , ভালোবাসার প্রিয়জন উদিয়মান পৌরসভা তারকা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল . সাঁতার না জানা যে কেউ এক হাঁটু জলেই ডুবে মরে যাওয়ার পক্ষে যথেষ্ট ঠিক তেমনি কালিয়াগঞ্জের ৩০ বছরের  অনুন্নয়নের তরী বর্তমানের হাঁটুজল শ্রীমতী নদীতে ডুবে গেছে. আর আজ মাত্র এক বছরেই কালিয়াগঞ্জ উন্নয়ন তরীর পাল তুলতে হেলা করে নি উন্নয়ন তরীর মাঝি কার্তিক পাল . এই পালের তুলির টানে শোভা বর্ধিত হতে চলেছে সকলের জন্মভূমি মাতৃভূমি কালিয়াগঞ্জ মাতৃমূর্তির আর সেই সাথে সদ্য ডুবে যাওয়া কালিয়াগঞ্জ  অনুন্নয়ন তরীর মাঝি সব দেখেশুনে গুনগুন করে গান ধরেছেন মান্না দের সেই বিখ্যাত গান  ” আমি দুঃখ পেলেও খুশী হলাম জেনে “… সত্যের রূপ বর্ণনা করতে গিয়ে একটাই কথা মনে পরে সত্যম শিবম সুন্দরম.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..