পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোমর বেধে নেমেছে তৃনমূল কংগ্রেস
1 min read(বর্তমানের কথা) : সব রাজনৈতিক দল ইতি মধ্যেই নেমে পরেছে নিজেদের সংগঠনকে শক্তিশালি করতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে । জেলার চাকুলিয়ার শিরশি মাদ্রাসায় সেই কারনে আগামী ১৬ ফেব্রুয়ারি তৃনমূল কংগ্রেসের ডাকে বুথ ভিত্তিক পঞ্চায়েতীরাজ জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে । উপসস্থিত থাকবেন জেলা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। সেই বুথ ভিত্তিক পঞ্চায়েতীরাজ জেলা সম্বেলন সাফল্য মন্ডিত করতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ গ্রাম পঞ্চায়েতের অধিন সাহেবঘাটা এন এন উচ্চ বিদ্যালয়ে তৃনমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় সোমবার। এদিনের সভায় উপসস্থিত ছিলেন ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবসর্মা, মালগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের সহ তৃনমূল নেতৃত্ব। এদিন রাজ্যে সরকার জনমুখী যেসব উদ্যোগ রাজ্যবাসীদের জন্য গ্রহণ করেছে সে সব বিষয়ে আলোচনা করা হয়। তার সাথে ১৬ ফেব্রুয়ারি বুথ ভিত্তিক সম্বেলন করতে যাতে সেই সম্বেলনে হাজির হয়। এদিনের সভায় বিভিন্ন অরাজনৈতিক দল থেকে কর্মীসমর্থকেরা তৃনমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকে হাতে তুলেদেন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা। এদিন সভার শেষে একটি মিছিল এলাকা পরিক্রমা করে।
এদিন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি বুথ ভিত্তিক পঞ্চায়েতীরাজ জেলা সম্বেলন অনুষ্ঠিত হতে চলেছে চাকুলিয়ায়। সেই সম্বেলনকে সাফল্য মন্ডিত করতে এই সভার আয়োজন করা হয়। তার সাথে সাথে বিভিন্ন অরাজনৈতিক দল থেকে তৃনমূল কংগ্রেসে যোগদান করে প্রায় ১৫০জন মানুষ।