December 21, 2024

লরি বোঝাই চোরাই কাঠ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ায়

1 min read
রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ লরি বোঝাই চোরাই কাঠ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।  গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাড়ির ঘটনা। পুলিশ লরি সহ গাড়ির চালককে আটক করেছে বলে  জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে যে, বাংলা বিহার সীমান্তে গড়ধাপ্পায় এক হোটেল মালিকের গোডাউনে শাল, সেগুন সহ বিভিন্ন দামী কাঠ  বোঝাই লরি কয়েক দিন থেকেই দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযানে নেমে লাইন হোটেল  গোডাউনে হানা দেয়। গোডাউনে কাঠ বোঝাই লরি দাড়িয়ে থাকলেও চালকের কোন হদিশ পায়নি পুলিশ। পুলিশ তল্লাশিতে নেমে জানতে পারে, লরির ড্রাইভারকে বিহারের কিষানগঞ্জ জেলার খাগড়াতে কোন এক গোপন আস্তানায় আটক করে রেখেছে লাইন হোটেলের মালিক। পুলিশ তদন্ত চালিয়ে ড্রাইভারকে উদ্ধার করতে সক্ষম হলেও মালিক পালিয়ে যায় বলে অভিযোগ । গোয়ালপোখর থানার পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া ড্রাইভার বিনোদ কুমারকে জিঞ্জাসাবাদ করে জানা যায়, শিলচর থেকে কাঠ নিয়ে বিহারের দাড়ভাঙ্গা যাচ্ছিল লরিটি। বাংলা বিহার সীমান্ত গড়ধাপ্পায় একটি গুদামে লরিটি হাইজ্যাক করে নিয়ে আসা হয়।এরপর ড্রাইভারকে একটি ছোট চার চাকার গাড়িতে তুলে নিয়ে যায় বিহারের খাগড়ার এক গোপন আস্তানায়। চালকের মাধ্যমে কাঠ চোরাই কারবাড়ির মুলপান্ডাকে ফোন করে চাওয়া হয় বিশাল অঙ্কের টাকা, চলে দড় কশাকশিও।সওদা হতে না হতেই চোরাই কাঠের সন্ধান পেয়ে যায় পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ। পুলিশ চালক সহ লরিটিকে উদ্ধার করে। সোমবার লরির চালককে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ লাইন হোটেল মালিকের খোজে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *