December 7, 2024

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি জেলায় জেলায় বিশেষ ভাবে চলছে তদারকি

1 min read

পিয়া গুপ্তা  উত্তর দিনাজপুর ঃ– সামনেই পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত  নির্বাচনের আগেই সকলেই দুশ্চিন্তার মুখে।সবার মুখে চিন্তার ছাপ কি জানি এবারের মতো শেষ রক্ষা হবে কিনা।পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি জেলায় জেলায় বিশেষ ভাবে চলছে তদারকি ।প্রতিটি জেলায় জেলায় কেন্দ্রীয় দল এসে উপস্থিত উন্নয়নমূলক কাজের তদন্তে ।সূত্রের খবর এবারে ৩০ শে জানুয়ারীতে কেন্দ্রের দুই প্রতিনিধি দল এসে উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুরে।উত্তর দিনাজপুরের প্রতিটি পঞ্চায়েতে গিয়ে তারা বিশেষ ভাবে পঞ্চায়েতের কাজ কর্মের নজরদারি করে।এই পরিদর্শনে জেলার ৯৮ টি গ্রামপঞ্চায়েতের বেশ কয়েকটিতে গিয়ে বিশেষ ভাবে তদারকি চালায় ।কিন্তু জানা যায় এই পরিদর্শন চলাকালীন বহু দুর্নীতি মূলক তথ্য ধরা পড়ে কেন্দ্রের ওই দলটির কাছে।পঞ্চায়েত পর্যায়ে দিল্লির অর্থে চলা জাতীয় জনকল্যাণমূলক কর্মসূচি গুলির হালহকিকত দেখতে তাদের এই সফর।কিন্তু সেই উন্নয়নমূলক কাজের অর্থব্যয়ে টেন্ডার সংক্রান্ত তথ্যে ধরা পড়ে এক বড়ো দুর্নীতির চক্রান্ত ।জানা যায় উত্তর দিনাজপুরের কয়েকটি পঞ্চায়েত টেন্ডারের নথির হদিসই মেলেনি ।তবে নিশ্চিন্তে এই খবরে খুশির হাওয়া বিরোধী দলের।পঞ্চাযেত নির্বাচনের আগেই তাদের হাতে মিলছে  অস্ত্রের সন্ধান ।
জানা যায় আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েতে কাজকর্ম করতে আসা দিল্লির প্রতিনিধি দলটি রির্পোট পেশ করতে চলেছে।নিয়ম অনুযায়ী এই রিপোর্টে প্রতিলিপি পাবে জেলা প্রশাসন ।তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই দিল্লি থেকে আসা প্রতিনিধি দলের এই রিপোর্ট যে খুব একটা ইতিবাচক হবে না তা নিঃসন্দহে অনেকেরই অনুমান। জানা যায় দিল্লি থেকে আসা এই প্রতিনিধি দল মূলত ১০০ দিনের কাজ,সিমেন্টের ঢালাই রাস্তা নানা রকম টেন্ডার প্রকৃযা সমস্ত কিছু ক্ষতিযে দেখে যার বেশিরভাগেই দুর্নীতির সন্ধান মেলে।এতদিন পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে নানান অভাব অভিযোগ করে এসেছিল গেরুয়া শিবির ।এখন গেরুয়া শিবিরের তালে সরব   দিল্লির প্রতিনিধি দল।তবে খুব শীঘ্রই রিপোর্টেই বোঝা যাবে জল কতটা ঘোলা ।তবে এই রিপোর্ট যে বিজেপির হাত কে আগামী পঞ্চায়েত নির্বাচনে   আরো মজবুত করে দিতে পারে তা বলার অপেক্ষা রাখে না।
 
এদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিত সাহা জানান বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এবারে দিল্লি  থেকে জনকল্যাণ মূলক কাজকর্ম দেখতে আসা প্রতিনিধি দলের নজরে এসেছে টেন্ডার প্রকিযা নিয়ে ব্যাপক দুর্নীতি ।দিল্লির প্রতিনিধি দলের সেই রিপোর্ট খতিয়ে দেখে আগামী দিনে পঞ্চাযেত নির্বাচনে বড়োসডো অন্দোলনে নামবে বিজেপি এমন জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *