ভাঙা গড়ার খেলা নয় , জিতেই দখল করতে হবে পঞ্চায়েত তাই নির্বাচনে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ শুভেন্দুর
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : : পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় এক নম্বরে থাকবে তৃণমূল।একক সংখ্যা গরিষ্ঠতায় জেলা পরিষদ গঠন করবে তৃণমূল।৫১ শতাংশ ভোট তৃণমূলের ঝুলিতেই থাকবে,বাকি ৪৯ শতাংশ ভাগ করবে কংগ্রেস-সিপিআইএম-বিজেপি”।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালের কর্মী সম্মেলনে বিরোধীদের হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী তথা মালদা জেলা পর্যবেক্ষণ শুভেন্ধু অধিকারীর।সাথে দলীয় প্রার্থীদের বিজিত করে করতে হবে পঞ্চায়েত দখল।কর্মীদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বুথ ভিক্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সভাপতি তথা সংসদ সুব্রত বক্সী,রাজ্য সরকারের মন্ত্রী তথা জেলা পর্যবেক্ষণ শুভেন্ধু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে মন্ত্রীরা এছাড়াও মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সী তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান।সাথে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন,”দিদির আদর্শ মেনেই সকলকে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে।সাথে প্রত্যেক বুথে দলীয় প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে জিতিয়ে আনতে হবে।সকলেই একত্রিত হয়ে কাজ করে জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূল ভালো ফল করবে বলে জানান তিনি”।
এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদা জেলা পর্যবেক্ষণ শুভেন্ধু বাবু বলেন,”পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নই আমাদের প্রধান হাতিয়ার।দিদির উন্নয়ন সকল স্তরের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে।এই সাড়ে ছয় বছরের সরকারের উন্নয়ন বলতে শুরু করলে শেষ হবে না।জেলার প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে আজ মানুষ উঠে এসেছে।মানুষের এই উপস্থিতি দেখে আমরা খুব উৎসাহিত।তিনি আরো বলেন,জেলা তৃণমূলের যে কমিটি রয়েছে তাতে অনেক পুরোনো রাজনীতিবিদরা দায়িত্বে রয়েছেন।কিছু অভিজ্ঞ নেতাদের ব্লকের দায়িত্ব আমরা দিয়েছি।কারণ এবার খুব গুরুত্ব সহকারে পঞ্চায়েত নির্বাচন মালদা জেলায় করতে ইচ্ছুক”।