সাধারন মানুষের প্রতি পুলিশি পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে উওর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পথ নাটক ইটাহার থানার দুর্গাপুরে
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
(বর্তমানের কথা) :-সাধারন মানুষের প্রতি পুলিশি পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সোমবার একটি পথ নাটক আয়োজন করা হয়।এদিন উওর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ও কলকাতা ‘কও কথা’ নাটক গোষ্ঠীর সহযোগিতায় ইটাহার থানার দুর্গাপুর এলাকায় চৌরঙ্গী মোড়ে এই সচেতনতামূলক পথ নাটকের আয়োজন করা হয়।
কলকাতা থেকে আগত নাটক দলের কর্মীরা ও জেলা পুলিশকে নিয়ে অনুষ্ঠিত এই নাটিকার মাধ্যমে পথ চলতি সাধারণ মানুষের প্রতি পুলিশের পরিষেবা সম্পর্কে বোঝানো হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহার থানার ভারপ্রাপ্ত ওসি নন্দন কুমার, থানার এসআই ধীমান কাজি সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা।