October 4, 2024

রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র আবারো শিরোনামে

1 min read
(বর্তমানের কথা) :রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র আবারো শিরোনামে। সোমবার বিদ্যালয়ের সহপাঠীর শোকসভায় শোক পালন করতে গিয়ে অচৈতন্য হয়ে পড়ল এক ছাত্রী।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে। গুরুতর অসুস্থ অবস্থায় একাদশ শ্রেণির ছাত্রী সুপর্ণা ঘোষকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার স্কুলের সামনের ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণির ছাত্র প্রতীক চট্টোপাধ্যায়ের মৃতু্যর পর এদিনই প্রথম স্কুল শুরু হয়। প্রার্থনার পর শুরু হয় শোকসভা।শোকসভার পরেই স্কুল ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু শোকসভা চলাকালীন ফের ঘটে এক অঘটন। হঠাত্ অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে পড়ে বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী সুপর্ণা ঘোষ। এই ঘটনার পর বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি বিদ্যালয়ের দুই শিক্ষক সুপর্ণা অচৈতন্য অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।  বিদ্যালয়ের শিক্ষক গৌতম তান্তিয়া জানান, শোকসভা চলাকালীন হঠাত্ অসুস্থ হয়ে পড়ে সুপর্ণা। শুরু হয় তার শ্বাসকষ্ট। সে সময় মিলনপাড়ার বাসিন্দা মনু সাহা গাড়ি নিয়ে শিলিগুড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন। তাকে অনুরোধ করা মাত্রই তিনি মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে অসুস্থ মেয়েটি ও শিক্ষকদের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন। সুপর্ণাকে অক্সিজেন দেওয়া হয়েছে। বর্তমানে সে ভালো আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *