December 22, 2024

অল্প খরচে বেশি ফসল পাবেন কৃষকেরা

1 min read

মামুন সরকার দক্ষিণ দিনাজপুর :- সরকারি নিয়ম অনুযায়ী অল্প খরচে বেশি ফসল পাবেন কৃষকেরা ।কুসুমুন্ডি থানার পেত্নীদীঘি এলাকায় কুশমন্ডির  এ ডি ও অজিত সরকার ।উপস্থিত ছিলেন এ ডি ও অজিত সরকার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ আব্দুল কাদের মিঞা ও কৃষকেরা । কৃষক দের নিয়ে রাসনিক সার ও চাষ করার  সমন্ধে আলোচনা রাখেন ।তিনি কৃষকদের জানান ঠিক  পরিমান জমিতে সার ব্যবহার কড়লে ভালো ফসল হবে ।বেশি করে সার দেওয়ার কারণে জমির  মাটি খারাপ হয়ে যাচ্ছে তাতে ফলন খুব বেশি পাচ্ছেন না কৃষকরা তাই সরকারি নিয়ম অনুযায়ী চাষ করলে ফলন বেশি হবে ও জমির মাটি ভালো থাকবে বলে জানান তিনি । কৃষকদের সাথে আলোচনা করে বলেন একবার এই নিয়মে ফসল চাষ করে দেখলেই নিজেরাই বুঝতে পারবেন  ।কৃষকদের হাতে তিনি একটি করে সরকারি বেগ ও একটি বই প্রদান করেন  কুশমন্ডির এ ডি ও  অজিত সরকার ।বই পড়ে কৃষকরা জানতে পারবেন তাদের চাষ করার পদ্ধতি । অনেক  ধরণেরফসলউপাদন করতে পারবে কৃষকেরা ।এই বিষয়ে দিলদার আলী নামে একজন কৃষক জানান আমরা খুব খুশি অল্প খরচে বেশি ফসল ফলবে বলে।তাই আমরা সরকারি নিয়ম অনুযায়ী ফসল বুনব এমন কাজে আমাদের কাছে  সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য এ ডি ও সাহেবকে  ধন্যবাদ জানাই আমরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *