ফের পথ দুর্ঘটনা রায়গঞ্জে
1 min readবর্তমানের কথা ঃ রায়গঞ্জে ফের পথ দুর্ঘটনায় আহত ১ ।আহতকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ায় । আহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ।জানা যায় রায়গঞ্জ-বালুরঘাট ১০ এ রাজ্য সড়কে রাত ৮’ টা নাগাদ বাইক নিয়ে আসছিলেন ওই ব্যক্তি এরপর বাইক নিয়ে গতি নিয়ন্ত্রক ব্যারিকেডে সজোরে ধাক্কা মারার কারণেই দুর্ঘটনার কবলে পড়েছেন । মোটর বাইকের নম্বর দেখে আহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শুরু করেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।