January 14, 2025

আতমা প্রকল্পে মৎস্য চাষির হাতে মাছ চাষের সরঞ্জাম তুলে দিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক মৎস্য দপ্তর

1 min read

বর্তমানের কথা ঃ হেমতাবাদ: স্য চাষির হাতে মাছ চাষের সরঞ্জাম তুলে দিল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক মস্য দপ্তর ।হেমতাবাদ ব্লকের ২৫ জন মস্য চাষির হাতে  মাছ চাষের প্রশিক্ষণ শেষে । আজ  হেমতাবাদ ব্লকের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আতমা প্রকল্পের আওতায় মাছ চাষিদের হাতে মাছ ধরার পুকুরে চুন , হাড়ি ,জাল  বিতরণ করা হয়।হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি হুসনেয়ার খাতুন, হেমতাবাদ ব্লক সহ কৃষি অধিকর্তা দিব্যেন্দু রায়, ব্লক মস্য আধিকারিক সলিল কুমার দাস, স্য দপ্তরের পক্ষ থেকে বিপ্লব কুমার নন্দী  উপস্থিত ছিলেন এদিনের  অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *