মানসিক ভারসাম্যহীন যুবতির শারীরিক অবনতি আটক একজন
1 min readপিয়া গুপ্তা :- আরও একজনকে আটক করল কুশমণ্ডি থানার পুলিশ ভারসাম্যহীন যুবতিকে গণধর্ষণের ঘটনায় ।পুলিশ তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটক ব্যক্তির নাম প্রকাশ করতে চাইছে না ।এদিকে আজ জেলাপুলিশের পক্ষ থেকেজানানো হয়েছে, নির্যাতিতা যুবতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর চিকিৎসায়
সবরকম ব্যবস্থা করা হয়েছে। গতকাল গভীররাতে ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের ইটাহার এলাকা থেকেআটক করা হয়। গতকাল আটক হওয়ারামপ্রবেশ শর্মাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় আরও যারা জড়িত তাদেরখোঁজ তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানাগেছে, নির্যাতিতা যুবতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।শনিবার বছর আঠাশের এক ভারসাম্যহীন যুবতিকে গণধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে হাত ও লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানারদেহাবন্দ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতিকে প্রথমে রায়গঞ্জ জেলাহাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে যুবতির অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হওয়ায়তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শিব–দুর্গা পুজো উপলক্ষ্যে উত্তর দিনাজপুরের ইটাহার থানার পতিরাজপুরে শ্রীমতি নদীরপাড়ে মেলা চলছে। সঙ্গে চলছে বাউলগানের অনুষ্ঠান। শনিবার মেলায় গিয়েছিলেন যুবতি। স্থানীরা তাঁকে মেলাচত্বরে দেখে। অভিযোগ, মেলা থেকে খানিকটা দূরে (দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকা) কয়েকজন তাঁকে একটিব্রিজের নিচে সরষেখেতে তুলে নিয়েগিয়ে গণধর্ষণ করে। পরে যুবতির যৌনাঙ্গে হাত ও রড ঢুকিয়ে দেওয়া হয়। যুবতির জরায়ু শরীরথেকে বেরিয়ে আসে। রবিবার বিকাল পর্যন্ত ওভাবেই পড়ে থাকেনযুবতি। স্থানীয়দের বিষয়টি নজরে আসলে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি ও হরিরামপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতিকে উদ্ধার করা হয়।ঘটনার ৩৬ ঘণ্টাপর অভিযোগ দায়েরহয় থানায়। ধুমাসরেন নামে এক প্রতিবেশী গতকাল অভিযোগ দায়ের করেন থানায়।
সবরকম ব্যবস্থা করা হয়েছে। গতকাল গভীররাতে ওই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের ইটাহার এলাকা থেকেআটক করা হয়। গতকাল আটক হওয়ারামপ্রবেশ শর্মাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় আরও যারা জড়িত তাদেরখোঁজ তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে জেলা পুলিশ সূত্রে জানাগেছে, নির্যাতিতা যুবতির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।শনিবার বছর আঠাশের এক ভারসাম্যহীন যুবতিকে গণধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে হাত ও লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানারদেহাবন্দ এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতিকে প্রথমে রায়গঞ্জ জেলাহাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে যুবতির অস্ত্রোপচার হয়। পরে অবস্থার অবনতি হওয়ায়তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।শিব–দুর্গা পুজো উপলক্ষ্যে উত্তর দিনাজপুরের ইটাহার থানার পতিরাজপুরে শ্রীমতি নদীরপাড়ে মেলা চলছে। সঙ্গে চলছে বাউলগানের অনুষ্ঠান। শনিবার মেলায় গিয়েছিলেন যুবতি। স্থানীরা তাঁকে মেলাচত্বরে দেখে। অভিযোগ, মেলা থেকে খানিকটা দূরে (দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকা) কয়েকজন তাঁকে একটিব্রিজের নিচে সরষেখেতে তুলে নিয়েগিয়ে গণধর্ষণ করে। পরে যুবতির যৌনাঙ্গে হাত ও রড ঢুকিয়ে দেওয়া হয়। যুবতির জরায়ু শরীরথেকে বেরিয়ে আসে। রবিবার বিকাল পর্যন্ত ওভাবেই পড়ে থাকেনযুবতি। স্থানীয়দের বিষয়টি নজরে আসলে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কুশমণ্ডি ও হরিরামপুর থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতিকে উদ্ধার করা হয়।ঘটনার ৩৬ ঘণ্টাপর অভিযোগ দায়েরহয় থানায়। ধুমাসরেন নামে এক প্রতিবেশী গতকাল অভিযোগ দায়ের করেন থানায়।