October 30, 2024

সাপে কামড়েছে তাই সাপের মাথাই কামড়ে খেলো যুবক

1 min read
                              

উত্তরপ্রদেশ ,বর্তমানের কথা  :– সাপে কামড়েছে বলে সেই রাগে সাপের মাথাই কামড়ে দিলেন এক যুবক। তারপরেই সজ্ঞা হারান তিনি। উত্তর প্রদেশের হরদোইয়ের বাসিন্দা সোনেলাল নামে ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। যদিও চিকিৎসকরা তাঁর শরীরে সাপের কামড়ের কোনও চিহ্ন খুঁজে পাননি। সোনেলালের দুই প্রতিবেশী রাম সেবক এবং রাম স্বরূপ জানিয়েছেন তাঁকে সাপে কামড়ে ছিল। কিন্ত শরীরের কোথাও কোনও কামড়ের চিহ্ন পাননি চিকিতসকেরা। সোনেলালের দাবি, সাপের কামড় খাওয়ার পর সাপটিকে খঁজে বের করেছিলেন তিনি। তারপরে সাপের মাথা কামড়ে চিবিয়ে ফেলেন। যদিও সেটি গেলেননি সোনেলাল। মুখ থেকে ফেলেই অচৈতন্য হয়ে পড়েন। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন, তাঁকে কোনও সাপ কামড়ায়নি। সাপের মাথা চিবিয়ে ফেলার কারণেই কিছু বিষ তার শরীরে চলে গিয়েছিল সেকারণেই সোনেলাল অচৈতন্য হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *