কালিয়াগঞ্জ বই মেলায় জেলার সেরা সাংবাদিক হিসাবে সমবর্ধিত হল সাংবাদিক তন্ময় চক্রবর্তী ও সাহিত্যিক আশীষ সরকার
1 min readNotice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
বই মেলায় সাংবাদিক তন্ময় চক্রবর্তীর হাতে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার আধিকারিক রঞ্জন চৌধরী।তন্ময় চক্রবর্তীর গলায় উত্তরীয় ,শংসাপত্র ও মোমেন্ট ও বেশ কিচু ুগুরুত্পূর্ণ বই তুলে দেন বঙ্গরত্ন তথা রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধা।ন শিক্ষক শুভেন্দু মুখার্জি ও রায়গঞ্জ বই মেলা কমিটির সাধারণ সম্পাদক তুহিনশঙ্কর চন্দ্।সমবর্ধিত হয়ে সাংবাদিক তন্ময় চক্রবর্তী বলেন সম্বর্ধনা পেলে যেমন ভালো লাগে তেমনি আমার দায়িত্ব অনেক বেড়ে গেল।অপর দিকে রায়গঞ্জের দীর্ঘদিনের সাহিত্যিক আসিস সরকারকে জেলার শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে সম্বর্ধনা দেন কালিয়াগঞ্জ মিলন ময়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা বিশিষ্ট কবি লাবনী রায় চট্টোপাধ্যায়। লাবনী রায় চট্টোপাধ্যায় তার ব্যক্তব্য বলেন কালিয়াগঞ্জ বই মেলা কমিটি দুইজন গুনীকে সম্বর্ধনা দিয়ে তাদের দায়িত্ববোধের পরিচয় দিল।বিশিষ্ট সাহিত্যিক আশিশ সরকার্ সম্বর্ধনা পেয়ে বলেন সম্বর্ধনা পেলে কার না ভালো লাগে।আমি এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত।