January 10, 2025

আচমকাই তৃণমূল- কংগ্রেস ছাড়লেন ভাইচুং ভুটিয়া

1 min read
প্রীতম সাঁতরা : আচমকাই তৃণমূল- কংগ্রেস ছাড়লেন ভাইচুং ভুটিয়া। সোমবার সকালে নিজের ট্যুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন ভাইচুং নিজে। তবে দল পরিত্যাগের সঠিক কারণ কি তা এখনও খোলসা করে বলেননি তিনি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশের মতে, দলের হয়ে ভাইচুংয়ের গ্রাফ ক্রমাগত তলানিতে ঠেকেছিল। নেতৃত্বের সাথে সখ্যতাও তেমন ছিল না তাঁর। দলের পক্ষ থেকেও তাঁকে খুব একটি পাত্তা দেওয়াও হত না। এর ফলেই পাহাড়ি বিছের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে শুধু মাত্র তৃণমূল-কংগ্রেস থেকেই রিটায়র্মেন্ট, নাকি সমগ্র রাজনৈতিক জগৎ থেকেই, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। কারণ রাজনৈতিক মহলে গুঞ্জন, পাহাড়ের কোনো দলে যোগদান করতে পারেন ভাইচুং।প্রসঙ্গত উল্লেখ্য, পাহাড়ে প্রচার বাড়ানোর জন্য ভাইচুংয়ের উপরেই শুরুর দিকে আস্থা রেখেছিল দল। সেই মত ২০১৪ সালে দার্জিলিং থেকে লোকসভা নির্বাচনে এবং ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু উভয় ক্ষেত্রেই বিপুল ভোটে পরাজিত হন তিনি। এরপর পৃথক গোর্খাল্যান্ডের বিরুদ্ধে যখন আদাজল খেয়ে নেমেছিল শাসক দল, তখন মোর্চার হয়ে মুখ খুলেছিলেন ভাইচুং। দল থেকে সতর্কও করে দেওয়া হয় তাঁকে। এরপর সময় যত গড়িয়েছে, দলে গুরুত্ব হারিয়েছেন তিনি। এরপর সোমবার হঠাৎ-ই এই সিদ্ধান্তের কথা জানালেন ভাইচুং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *