সিরিয়া
1 min read সিরিয়া
==সুমন রায়
দরজায় সারি সারি সাজানো লাশ।
কারা শেষবার ভালোবেসেছিলো,
কারা শেষবার ভালোবেসেছিলো,
কারা রেখেছিলো গালে চুম্বনের দাগ!
শব্দ শোনা যায় না।
না! আমরা শুনতে পাই না
কোন কান্নার আওয়াজ।
শুধু দেখতে পাই চোখে,মুখে
ছিটকে আসা রক্তের দাগ।
দেওয়ালের চারধারে পড়ে আছে
উর্বর মৃত্তিকার জন্য মৃত শৈশব বাগান।
মাড়িয়ে চলে গেছে কেউ মাথা,
কেউ বা আবার কচি হাত।
হ্যাঁ সবটাই সম্ভব,
যেখানে দখল নিতে হয় নিজের অমানবিকতাকে।
দখল নিতে হয় পশুর উপরে থাকা
হিংস্র পদটাকে।
আর রইল কথা সিরিয়ার..
সে তো শুধু রক্ত মাখে,রক্ত গায়ে।