রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যলয়ের প্রথম বর্ষের ছাত্রের জলে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে।
1 min readতন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কুলিক নদীতে ডুবে মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যলয়ের প্রথম বর্ষের ছাত্র সৌরভ ঘোষকে শনিবার তাঁর বন্ধুরা কুলিক নদীতে স্নান করার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে তাঁর পরিবার সুত্রে জানা গেছে।এরপর দীর্ঘক্ষণ সময় পরও ছেলে বাড়িতে না ফিরলে সৌরভের মোবাইলে ফোন করেন তাঁর মা তাপসী ঘোষ। তিনি বলেন, ছেলেকে ফোন করলে কেউ ফোন তোলেনি। কিছুক্ষণ বাদেই খবর পান ছেলে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।ছেলের খোঁজে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছলে সৌরভকে মৃত অবস্থায় দেখে তাঁর পরিবারের লোকজন। পরিবারের দাবী, কেউ বা কারা সৌরভকে হাসপাতালে রেখে গিয়েছে। সৌরভের মা তাপসী দেবীর অভিযোগ, যেই বন্ধুরা নদীতে স্নান করার জন্য সৌরভকে ডেকে নিয়ে যায়, তারাই সৌরভকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। রায়গঞ্জ থানায় সেই বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। এদিকে কাদের সাথে সৌরভ নদীতে স্নানে গিয়েছিল সেই বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন করোনেশন স্কুলের শিক্ষক তিলক তীর্থ ভৌমিক। ময়নাতদন্তের পরই মৃত্যু আসল কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে এটা আত্মহত্যা নাকি কেউ তাকে খুন করেছে এই নিয়ে ধন্দ রয়েছে।