কালিয়াগঞ্জে ত্রিধারা ক্লাবের পরিচালনায় দুইদিনের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
1 min readতপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ–উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হাস্ পাতাল পাড়া ত্রিধারা ক্লাবের পরিচালনায় দুইদিন ব্যাপী ১৬ দলীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডা শিশির কুমার কোলে।ক্লাব সভাপতি গোপাল চন্দ্র দত্ত জানান প্রতি বছর তাদের ক্লাবের উদ্যগে স্বর্গীয় রেবা রানী সরকার স্মৃতি চ্যাম্পিয়ান ট্রফি ও স্বর্গীয় বিমল চন্দ্র সরকার রানার্স ট্রফির ক্রিকেট খেলা আমরা পরিচালনা করে থাকি।
আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে শিলিগুড়ি,মালদা,বালুরঘাট,রায়গঞ্জ বুনিয়াদপুর,কুশমন্ডি সহ 1১৬টি দল অংশগ্রহণ করবে বলে জানান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডা,রজত শুভ্র হালদার,ডা,দেবাশীষ বালা ,তৃণমূল যুব কংগ্রেস নেতা পিন্টু মোদক। সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
আগামী কাল রবিবার খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।খেলা দেখবার জন্য উৎসাহী দর্শকদের ভীড় দেখা যায় চোখে পড়ার মত।