হিল বিজনেস সামিটের পর, চামলিং-মমতা বৈঠক
1 min readপ্রীতম সাঁতরা : হিল বিজনেস সামিটের পর, চামলিং-মমতা বৈঠক। পাহাড়ের হাল ফেরানোর পাশাপাশি, বাংলার উন্নয়ণের স্বার্থে উভয়ই যে ইতিবাচক দিক তা বলাই চলে। শুক্রবার বাংলা-সিকিম বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর গলাতেও শোনা গেল আশাব্যঞ্জক সুর। তাঁর মতে, এই বৈঠক উভয় রাজ্যের পক্ষেই ভালো দিক। দু’পক্ষের সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমরা চায় দুই রাজ্যের মধ্যে ভালো বোঝাপড়া হোক। উত্তর-পূর্বের দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি যেমন গুরুত্বপূর্ণ জায়গা। তেমনই সমান গুরুত্ব রয়েছে সিকিমেরও। দুটো রাজ্য যদি এক সাথে কাজ করে, দুটো রাজ্যের উন্নয়ন আরও বেশী হতে পারে।” পাশাপাশি তিনি আরও জানান, এর ফলে উন্নয়ন হবে পর্যটন ক্ষেত্রেও। ফলে দার্জিলিং সম্পর্কে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সিকিমের সাথে, তাও মিটে যাবে বলে আশাবাদী মমতা। একই সাথে পর্যটকদের স্বার্থে ‘সেবক রং’ রেল প্রকল্পের কথাও ফের ভাবা হবে বলে জানিয়েছেন তিনি।