মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত পঞ্চাশ তীর্থযাত্রী
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা,১৭ মার্চঃ মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত পঞ্চাশ তীর্থযাত্রী। আশঙ্কাজনক সাত। দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার কাটাগড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালো স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ।
জানা গিয়েছে গত কয়েকদিন আগে টুরিষ্ট বাসটি তীযাত্রীদের নিয়ে ১৪ই মার্চ নবদ্বীপ থেকে রওনা দেয়। ১০ দিনের জন্য ভ্রমনে বেরায় বাসটি। আজ মালদার রামকেল থেকে ভগবানগোলা যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।