পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বড়োসড়ো ভাঙ্গন রতুয়ার বাম-কংগ্রেসে,যোগ তৃণমূলে।
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মালদায় বাম-কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত।দীর্ঘদিন ধরে বাম কংগ্রেস করার পর দলে দলে নাম লেখাতে ব্যস্ত শাসকদল তৃণমূলে।শুক্রবার সন্ধ্যায় মালদার রতুয়া ১ নম্বর ব্লকের চৌধুরী মোড় এলাকায় অনুষ্ঠিত তৃণমূলের এক কর্মিসভায় মধ্যদিয়ে প্রায় ৩ হাজার কর্মী বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন।এদিনের তৃণমূলের কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি ডঃ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদের সভাধীপতি সরলা মুর্মু সহ একাধিক জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব।নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি।এদিন তৃণমূল জেলা সভাপতি ডঃ মোয়াজ্জেম হোসেন বলেন,”রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া,ভাদো,চাঁদমুনি অঞ্চল থেকে বাম কংগ্রেস ছেড়ে এদিন তৃণমূলে যোগদান করেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে মুগ্ধ হয়ে গোটা মালদা জুড়েই তৃণমূলে যোগদান করছে কর্মীরা”।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী আলমগীর চৌধুরী জানান,”মুখ্যমন্ত্রী যেভাবে সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার এনেছে,তাতে আমরা মুগ্ধ।তাই আজ এই তৃণমূলে যোগদান।দীর্ঘদিন কংগ্রেস দলের সাথে যুক্ত ছিলাম কিন্তু কংগ্রেস নেতৃত আমাদের ব্যবহার করা ছাড়া কিছুই হয়নি।এলাকার কিছুই উন্নয়ন করতে পারেনি।তাই আজ তৃণমূলে ঝাঁকে ঝাঁকে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে।সারা ভারতবর্ষের কান্ডারি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়”।