পথ দুর্ঘটনা এড়াতে,অভিনব উদ্যোগ রায়গঞ্জ পৌরসভার
1 min readবর্তমানের কথা, রায়গঞ্জঃ- পথে এদিক সেদিক সব সময়ে ঘুড়ে বেড়াতে দেখা যায় গরু ও মোষ। বিভিন্ন সময়ে তাদের জন্য যেমন যানজট হয় তেমনি ছোট খাটো পথ দুর্ঘটনা লেগেই থাকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌর এলাকায়।
শহরকে যানজট মুক্ত রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো তৃনমূল পরিচালিত রায়গঞ্জ পৌরসভা পৌর প্রধান সন্দীপ বিশ্বাস। এদিক সেদিক পথ ঘাটে ঘুড়ে বেড়ানো গরু ও মোষদের জন্য খোয়ার তৈরী করার উদ্যোগ গ্রহণ করা হল।
রাজ্যের মূখ্য মন্ত্রীর অনুপ্রেরনায় এদিন রায়গঞ্জ পৌর এলাকার ২২ নাম্বার ওয়ার্ডের বন্দর সংলগ্ন শ্মাশান এলাকায় পৌরসভার জমিতে 14th F.C তহবিল থেকে ৬ লক্ষ ২২ হাজার ৯০৭ টাকা ব্যায়ে এই খোয়ার তৈরী করা উদ্যোগ গ্রহণ করা হয়। আজ ২২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার তপন দাস এই খোয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস জানান, সাধারন মানুষের স্বার্থে সব সময়ে রায়গঞ্জ পৌরসভা কাজ করে থাকে । সাধারন মানুষের কথা চিন্তা করে এই খোয়ার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মতে আজ ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে খোয়ার তৈরীর কাজ শুরু হল।