ইসলামপুর:গার্ল ফ্রেন্ডের নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক
1 min readনিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:গার্ল ফ্রেন্ডেরনামে ফেসবুকেআপত্তিকর পোস্টকরার অভিযোগেগ্রেফতার হলএক যুবক।
ধৃতরনাম চন্দনতালুকদার।বাড়ি ইসলামপুরথানার কাঁচনাএলাকায়।পুলিশ সূত্রেজানা গেছে,ওই যুবকসম্প্রতি গোয়ালপোখরথানার পামোলএলাকার বিশাখাসরকার নামেএক যুবতীরনামে ফেসবুকেআপত্তিকর পোস্টকরে।
সংশ্লিষ্ট বিষয়েওই যুবতীগোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়িতে অভিযোগকরায় তদন্তেনেমে পুলিশওই যুবককেরবিবার রাতেগ্রেফতার করে।সোমবারতাকে ইসলামপুরকোর্টে পাঠানোহয়।