ভারত বাংলাদেশের সেনাদের নিয়ে সাইকেল র্যালি এসে পৌচায রায়গঞ্জ
1 min read ।
বর্তমান কথা রায়গঞ্জ দুই দেশের মানুষদের মধ্যে শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে যৌথ সাইকেল র্যালি দুই দেশের সেনাদের। ক্রিকেটে ভারতের জয় লাভের পর
বাংলাদেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যখন বাংলাদেশকে নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে ঠিক সেই সময়ই দুই দেশের নাগরিকদের মধ্যে মৈত্রী ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে যৌথ সাইকেল র্যালি আয়োজিত হলো দুই দেশের সেনাদের নিয়ে ।
সম্প্রীতির বার্তা নিয়ে দুই দেশের সেনার যৌথ সেই সাইকেল র্যালি রবিবার পৌঁছল রায়গঞ্জে। রাত্রিবাসের পর সোমবার দুই দেশের মোট ৩০ জন সেনা জওয়ান ফের জেলার সীমান্তবর্তী এলাকা ধরে রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। উল্লেখ্য গত ১২ই মার্চ বাংলাদেশের যশোর থেকে ১৫ জন সেনার একটি সাইকেল র্যালি পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
এরপর এই দেশের সম্প্রীতির সাইকেল র্যালিতে যোগ দেওয়ার জন্য অপেক্ষারত ১৫ জন সেনা জওয়ান যোগ দেন তাঁদের সাথে। দুই দেশের সেনা জাওযানদের নিয়ে আয়োজিত সাইকেল র্যালি আন্তর্জাতিক সীমানা ধরে এগিয়ে রবিবার রাতে পৌঁছায় রায়গঞ্জে।
রাত্রিবাসের পর ফের এদিন সকালে সীমান্তবর্তী এলাকা দিয়ে সাইকেল র্যালি রওনা দেয় শিলিগুড়ির উদ্দেশ্যে।