রায়গঞ্জ সিভিক এর মানবিক মুখ
1 min readরায়গঞ্জ সিভিক এর মানবিক মুখ |
পিয়া গুপ্তা ঃ– আজ রাযগঞ্জের ট্রাফিক রহিমুল কৈলাস চন্দ্র হাই স্কুলে ট্রাফিক মেনটেইন করছিলো।সেই সময় সে হঠাত্ একটি মেয়ে কে কান্নাকাটি করতে দেখে।
মেয়েটির কান্নার সেই ট্রাফিক কারণ জিজ্ঞাস করলে মেয়েটি জানায় সে তার অ্যাডমিট আনতে ভুলে গেছে।মেয়েটি তাহেরপুর হাই স্কুলের ছাত্রী ।
তখন সেভিক ভলেন্টিযার রহিমুল মেয়েটার কথা শোন মাত্রই মেয়েটিকে নিজের মোটর সাইকেলে করে তার বাড়ি থেকে অ্যাডমিট আনতে যায় ।
কিন্তু সেই সময় মেয়েটির বাড়িতে গিয়ে দেখে বাড়ি তালা মারা । এরপর মেয়েটার দাদার কাছে ঘরের চাবি ছিল।তার দাদা তালা মেরে স্টিল কারখানায় কাজ করতে যায় তখন সেভিক ভলান্টিয়ার টি মেয়েটিকে তার দাদার কাছে নিয়ে যায় ।সেখান থেকে চাবি নিয়ে বাড়ি ফিরে তালা খুলে মেয়েটি অ্যাডমিট নেয় ।এর পর আবার রহিমুল মেয়েটিকে বাড়ি থেকে সময় মতো তার স্কুলে পৌছিযে দিয়ে মানবিকতার পরিচয় দেয় ।