December 22, 2024

যানজটকে নিয়ন্ত্রণে আনতে সেভ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি নিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ

1 min read


নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: কোল্ড স্টোরেজের সামনে জাতীয় সড়কে ট্রাক্টরের মাধ্যমে তৈরি হওয়া যানজটকে নিয়ন্ত্রণে আনতে সেভ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি নিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ।বুধবার ইসলামপুরের কলতাহারে একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এই কর্মসূচির মাধ্যমে ট্রাক্টর চালকদের সচেতন করা হয় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা।তিনি বলেন,কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য দিন রাত জাতীয় সড়ক জুড়ে সারি সারি দাঁড়িয়ে রয়েছে ট্রাক্টর।এর জেরে একদিকে যানজট তৈরি হবার পাশাপাশি তৈরি হয়েছে দুর্ঘটনার সম্ভাবনা।তাই সংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে এদিন চালকদের সচেতন করা হয়।এবং সম্প্রতি কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে বৈঠক করে পুলিশ।এদিন তাদের জানিয়ে দেওয়া হয়,কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা অনুযায়ী আলুর গাড়ি সেখানে ঢোকানো হবে।এদিন দুর্ঘটনা  নিয়ন্ত্রণে আনতে চালকদের মাধ্যমেই গাড়ির পিছনেই রিফ্লেক্টর লাগানো হয়।পাশাপাশি রাত নয়টার পর কোনও গাড়ি আর জাতীয় সড়কে এসে যাতে না দাঁড়ায় সেই বিষয়ে সকলকে সতর্ক করা হয়েছে।কোনও চালক এই নিয়ম না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে দেখাশোনার জন্য কোল্ড স্টোরেজ কতৃপক্ষের তরফে দুজনকে নিয়োগ করা হয়েছে।তাদেরকে পুলিশ প্রশিক্ষণও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *