কি ভাবে মেনে নেব যে মহিলারা অত্যাচারিত, প্রশ্ন বিজেপি নেতার
1 min readপ্রীতম সাঁতরা : যে দেশে মহিলারা দিনে ৪ বার পূজিত হন, সেখানে আমি কি ভাবে মেনে নেব যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে?’ এমনই বিস্ময়কর মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা পি এল সাখ্যিয়া। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পরিসংখ্যানে যা খুশি বলা থাকে।
মহিলাদের উপর সম্মান রক্ষার্থে বা সুরক্ষার খাতিরে তাঁর পরামর্শ, পাশ্চাচ্য সংস্কৃতি থেকে দুরে থাকা উচিত। এমনকি কোনো ‘বয়ফ্রেন্ড’ বা ‘গার্লফ্রেন্ড’ থাকাই উচিত নয় বলে তিনি জানিয়েছেন। বর্তমানের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতার এই মন্তব্যকে কেন্দ্র রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠতেই পাড়ে।
কারণ সংবাদমাধ্যম শিরোনামে সম্প্রতি সময়ে বারংবার উঠে এসেছে একের পর এক ধর্ষণ বা নারী নির্যাতনের মত ঘটনা। এক সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭-র জুন পর্যন্ত ৮৩৬ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে দিল্লী পুলিশে। সেখানে শ্লীলতাহানির ঘটনা দায়ের হয়েছে ১,৪১২ টি। এমতবস্থায় বিজেপি নেতার এরূপ মন্তব্যের ভিত্তি কি, সে বিষয়ে প্রশ্ন উঠতেই পাড়ে। যদিও ক্ষমতায় আসার পর থেকে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য ভারতীয় রাজনৈতিক মহলে রোজনামচা হয়ে দাঁড়িয়েছে।