December 10, 2024

রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে চরম উন্মাদনা চোখে পরল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে

1 min read
তন্ময় দাস, বর্তমানের কথা, রায়গঞ্জঃপশ্চিমবঙ্গের সব জেলার পাশাপাশি  রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে চরম উন্মাদনা চোখে পরল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।এদিনের শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকহাজার সাধারন মানুষ জমায়েত হয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে।
 এদিন সকাল থেকেই উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে ভিড় করতে শুরু করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ  শিলিগুড়ি মোড়ে । এরপর বেলা ১১টা নাগাদ শুরু হয় রামনবমীর সেই বর্নাঢ্য শোভাযাত্রা। মিছিলের শুরুতে দেখা গিয়েছে কয়েকহাজার মোটর বাইক। 
এরপর বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে কয়েকহাজার মানুষ পায়ে হেঁটে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। এদিকে এদিনের এই মিছিলকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।বিজেপি সূত্রে জানা গেছে,এদিনের শোভাযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নিয়েছে। 
পুরুষদের পাশাপাশি এদিনের মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল লক্ষ্যনিয়।মিছিলে ধারালো অস্ত্র নিয়ে কোনও সমর্থককে দেখা না গেলেও মিছিলের শুরুর দিকে বেশ  কিছু সমর্থকের হাতে তীর ধনুক চোখে পরে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *