October 4, 2024

কালিয়াগঞ্জে সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাম নবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালো আট থেকে আশির রাম ভক্তের সব শ্রেণীর মানুষ-

1 min read
তপন চক্রবর্তীউত্তরদিনাজপুররবিবার রামনবমির সকালে কালিয়াগঞ্জ রাম নবমী কমিটির উদ্যগে এক বিশাল সুদৃশ্য ট্যাবলোর সাথে হাজার হাজার মানুষের সাথে কালিয়াগঞ্জ  পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,সমাজসেবী জয়ন্ত সাহা,সমাজসেবী ঈশ্বর রজক,সমাজসেবী বব ভট্টাচার্য,সহ কালিয়াগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেন


কালিয়াগঞ্জ আমবাগানের প্রতিরোধ ক্লাবের মাঠ থেকে মিছিলটি ভবানী মন্দির হয়ে শিমুলতলা দিয়ে মিছিলটি হাসপাতাল মির হয়ে বিবেকানন্দ মোড় হয়ে কালিয়াগঞ্জ শহরের ১০নম্বর রাজ্য সড়ক হয়ে সুকান্ত মোড় পার করে মিছিলটি বয়রা মন্দির হয়ে পুনরায় প্রতিবাদ মাঠে সুশৃঙ্খল ভাবে প্রবেশ করে

মিছিলে অংশ গ্রহণকারী পদ যাত্রীদের কালিয়াগঞ্জ পৌরসভা কালিয়াগঞ্জ বয়রা মা পূজা কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের সাথে প্রত্যেক কে চক লেট দেওয়া হয়

কালিয়াগঞ্জ রাম নবমী কমিটির সম্পাদক অশোক বন্ধু লাহিড়ী বলেন তাদের ডাকে সাড়া দিয়ে কালিয়াগঞ্জ কুশমন্ডি শহর গ্রামের মানুষেরা যে ভাবে প্রখর রৌদ্র কে উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানানকালিয়াগঞ্জের রবিবারের রাম নবমীর মিছিলে যেমন ছিল সুদৃশ্য রাম রথ, ছিল জয়শ্রী রামের সুদৃশ্য কাট আউট,মনমাতানো আদিবাসী নৃত্য,সাধারণ নৃত্য সহ এক বিশাল মোটর বাইকের রালি যা সবাইকেই মুগ্ধ করতে পেরেছেরাম নবমীর শোভা যাত্রাকে ঘিরে ছিল ব্যাপক পুলিশি ব্যাবস্থা যা চোখে পড়ার মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *