রাম নবমী উপলক্ষে কালিয়াগঞ্জ পুলিশের ভূয়সী প্রশংসা করলো সাধারণ মানুষ
1 min readতন্ময় চক্রবত্তী :- রাম নবমী উপলক্ষ্যে কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয এবং সুষ্ঠ ভাবে সেই রাম নবমী পালন করা হয় তার জন্য কালিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসন আজ অত্যন্ত সক্রিয় ছিল ।
কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্তী |
তাই সকাল থেকে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় ও কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্তী কে দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীদের নিয়ে টহল দিতে ।
আম বাগান মাঠে রাম নবমী |
সব জায়গায় যাতে শান্তি শৃঙ্খলার পরিবেশ ঠিক থাকে তার জন্য সর্বক্ষণ নজর রাখতে।কোন কোন সময় দেখা যায় কালিয়াগঞ্জ থানার টাউন বাবু কে আম বাগান মাঠে গিয়ে সব কিছূর খবর নিতে ও রামনবমীর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ।
বিভিন্ন ধরনের ছবি তূলে বন্দি করে রাখছেন টাউন বাবু অতনু চক্রবর্তী |
আবার কোন সময় দেখা যায় নিজের মোবাইলে রাম নবমীর বিভিন্ন ধরনের ছবি নিজে হাতে তূলে বন্দি করে রাখতে।আবার কখনো মিছিলের সামনে পিছনে গিয়ে নজরদারী করতে ।পুলিশ প্রশাসনের এহেণ নজর দারীতে শান্তির পরিবেশের মধ্য দিয়ে আজ রামনবমী অনুষ্ঠান কালিয়াগঞ্জে সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হওয়ায় কালিয়াগঞ্জ এর সাধারণ মানুষ পুলিশের এই কাজে ভূয়সী প্রশংসা করলো ।