হরিরামপুর থানার বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের হাতে চেক বিতরণ করল কৃষি দপ্তর
1 min readমামুন সরকার ,,দক্ষিণ দিনাজপুর ,হরিরামপুর থানার বন্যায় ক্ষতি গ্রস্থ কৃষকদের হাতে চেক বিতরণ করলেন কৃষি দপ্তর ,আজ হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের সামনে হরিবাসর মন্দির মাঠে চেক বিলি করা হয় ।এদিন এই চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিও তাপস দাস সহ তার অফিসের কর্মীরা ।প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন চেক নেওয়ার জন্য ।
প্রতিটি কৃষক ক্ষতিপূরণ পাবে শতকে ৫৪ টাকা করে হরিরামপুর থানার চারটি গ্রাম পঞ্চায়েত পাচ্ছেন এই ক্ষতি পূরণ গোকর্ন ,সৈয়দপুর ,সমস্ত মৌজা ও সিরসি ,বাগিচাপুর ,বৈরাঠা অঞ্চলের বেষ কয়েটি করে মৌজা এই ক্ষতি পূরণ পাবেন ।
চেক নেওয়ার সময় জমা দেওয়া রিসিভ কপি সঙ্গে নিয়ে আসতে হবে কৃষকদের বলে জানিয়েছেন এডিও।তবে দুঃখের বিষয় একটি বন্যায় সব থেকে ক্ষতি হওয়া এলাকা সৈয়দপুরের চারটি মৌজা পাচ্ছে না ক্ষতি পূরণ । তাদের কারেন্ট পর্চা না হওয়ায় পাচ্ছেনা তা চেক ।তবে এই বিষয়টি দেখছেন প্রশাসন চারটি মৌজাকে নিয়ে আলোচনায় বসবেন তারা । যাতে তারাও তারা তারি জমির ক্ষতি পূরণ পাই সেটাও আশাস দিয়েছেন এডিও তাপস দাস ।