কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে
1 min read
উত্তর দিনাজপুর :- কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার চৈনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শনিবার বাড়ির অদূরে ভুট্টা খেতের পাশে গরু বাঁধতে গিয়েছিল ওই কিশোরী। অভিযোগ, ওই যুবক তাকে জোর করে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই কিশোরী পরে পরিবারের লোকেদের গোটা ঘটনাটি জানায়। রাতেই কিশোরীর পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।