December 21, 2024

৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

1 min read
 ইটাহার :-  উত্তর দিনাজপুর জেলার  ইটাহার থানার বাগবাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তিরমৃত ব্যক্তির নাম কমল ভৌমিক (৩৮) বাড়ি করণদিঘি থানার টুঙ্গিদিঘির মহেশপাড়া গ্ৰামে বলেপুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও জানা গিয়েছে, পেশায় সবজি বিক্রেতা কমলবাবু আরও তিনজন রবিবার সকালে একটি ছোটো লরি করে ইটাহারে যাচ্ছিলেন। বাগবাড়ি এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তায় উলটে যায়। গুরুতর জখম অবস্থায় চারজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করান স্থানীয় বাসিন্দারা। সেখানে কমলবাবুর মৃত্যু হয়। বাকি তিনজনের চিকিত্সা চলছে। এদিন দুপুরে ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *