উত্তরদিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন পাভেল সরকার(দাস)
1 min read
তপন চক্রবর্তী-পঞ্চায়েত নির্বাচনের ঠিক পূর্বমুহুর্তে রায়গঞ্জের লড়াকু
নেত্রী তথা প্রয়াত প্রাক্তন তৃণমূল নেতা
দিলীপ দাসের কন্যা পাভেল সরকার(দাস)
উত্তরদিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্টের নিয়োগ
পত্র পেলেন ।
নেত্রী তথা প্রয়াত প্রাক্তন তৃণমূল নেতা
দিলীপ দাসের কন্যা পাভেল সরকার(দাস)
উত্তরদিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্টের নিয়োগ
পত্র পেলেন ।
এক সাক্ষাৎকারে সদ্য উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের
ওয়ার্কিং প্রেসিডেন্ট পাভেল সরকার(দাস)বলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির
সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য তাকে এই নিয়োগ পত্র পাঠিয়েছেন।
ওয়ার্কিং প্রেসিডেন্ট পাভেল সরকার(দাস)বলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির
সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য তাকে এই নিয়োগ পত্র পাঠিয়েছেন।
তাকে এই পদে
নিয়োগ করার জন্য তিনি ভীষন খুশি হয়েছেন বলে জানান।মহিলা নেত্রী পাভেল সরকার
(দাস)বলেন তাকে তার নেত্রী যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবার জন্য
তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরদিনাজপুর
জেলায় যাতে আশাতীত ফললাভ করতে পারে তার জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে আমাদের। পাভেল
সরকার(দাস)বলেন তার বাবা প্রয়াত দিলীপ দাসের কাছেই তার রাজনীতির হাতেখড়ি। তিনি
বলেন উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় বক্তিরা তাকে দলের কাজে সব
রকম সাহায্য করবে বলে তার দৃঢ বিশ্বাস।
নিয়োগ করার জন্য তিনি ভীষন খুশি হয়েছেন বলে জানান।মহিলা নেত্রী পাভেল সরকার
(দাস)বলেন তাকে তার নেত্রী যে গুরু দায়িত্ব দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবার জন্য
তিনি আপ্রাণ চেষ্টা করে যাবেন।পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরদিনাজপুর
জেলায় যাতে আশাতীত ফললাভ করতে পারে তার জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে আমাদের। পাভেল
সরকার(দাস)বলেন তার বাবা প্রয়াত দিলীপ দাসের কাছেই তার রাজনীতির হাতেখড়ি। তিনি
বলেন উত্তরদিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় বক্তিরা তাকে দলের কাজে সব
রকম সাহায্য করবে বলে তার দৃঢ বিশ্বাস।