ইসলামপুরের বিধায়ক তথা পুরপতি কানাইয়া লাল অগ্রবালকে উন্নত চিকিৎসার জন্য দিল্লীতে নিয়ে যাওয়া হল
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক তথা পুরপতি কানাইয়া লাল অগ্রবালকে আজ চিকিৎসার জন্য দিল্লীতে নিয়ে যাওয়া হল ।
কিশানগঞ্জ রেলস্টেশনে শুভেচ্ছা জানাতে পৌছে যান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস |
দিল্লীর গংগারাম হাসপাতালে আগামী কাল থেকে তার চিকিৎসা হবে বলে জানা যায় । সেই উদ্দেশ্যে আজ রাজধানী এক্সপ্রেস ট্রেনে চিকিৎসারর
উদ্দেশ্যে তিনি
রওনা হন ।
উদ্দেশ্যে তিনি
রওনা হন ।
কিশানগঞ্জ রেলস্টেশনে শুভেচ্ছা জানাতে পৌছে যান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস |
এদিকে আজ প্রিয় নেতাকে কিশানগঞ্জ রেলস্টেশনে শুভেচ্ছা জানাতে পৌছে যান
রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস
সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য গত
শুক্রবার রায়গঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে বেংগল টু বেংগল রোড ধ রে ইসলামপুর থেকে
একটি ছোটো গাড়িতে ক রে আসছিলেন। করনদিঘির বোতলবাড়ি এলাকায় বালি বোঝাই লরির সাথে
তার গাড়ির সংর্ঘষ হয়।এরপর এলাকার বাসিন্দারা বিধায়ককে গুরুতর অবস্থায় উদ্ধার করে
রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।তার মাথায়,কপালে,বুকে ও কোমড়ে
আঘাত লাগে।কপালে ও মুখে চারটি সেলাই পড়ে।
রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস
সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য গত
শুক্রবার রায়গঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে বেংগল টু বেংগল রোড ধ রে ইসলামপুর থেকে
একটি ছোটো গাড়িতে ক রে আসছিলেন। করনদিঘির বোতলবাড়ি এলাকায় বালি বোঝাই লরির সাথে
তার গাড়ির সংর্ঘষ হয়।এরপর এলাকার বাসিন্দারা বিধায়ককে গুরুতর অবস্থায় উদ্ধার করে
রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।তার মাথায়,কপালে,বুকে ও কোমড়ে
আঘাত লাগে।কপালে ও মুখে চারটি সেলাই পড়ে।
কিশানগঞ্জ রেলস্টেশনে শুভেচ্ছা জানাতে পৌছে যান রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস |
এদিন রাত ৯ টা নাগাদ বিধায়কের জ্ঞান
ফেরে।কোমরের ডানদিকের হাড় ভেংগে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে দিল্লীতে নিয়ে
যাওয়ার পরিকল্পনা নেয়।সেইমতো আজ সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে ইসলামপুরে নিয়ে
যাওয়া হয় বিধায়ককে।এরপ র আজই কিশানগঞ্জ থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেনে দিল্লির
উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হন পরিবারের সদস্যরা।পারিবারিক সুত্রে জানা যায় প্রায় ১০ বছর আগে বিধায়ক ট্রাকের ধাক্কায় জখম
হয়েছিলেন।সেই সময় তার কোমরের বামদিকে আঘাত লেগেছিল।দিল্লীরর একটি বেসরকারি
হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হন।
ফেরে।কোমরের ডানদিকের হাড় ভেংগে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে দিল্লীতে নিয়ে
যাওয়ার পরিকল্পনা নেয়।সেইমতো আজ সকালে হাসপাতাল থেকে ছুটি নিয়ে ইসলামপুরে নিয়ে
যাওয়া হয় বিধায়ককে।এরপ র আজই কিশানগঞ্জ থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেনে দিল্লির
উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হন পরিবারের সদস্যরা।পারিবারিক সুত্রে জানা যায় প্রায় ১০ বছর আগে বিধায়ক ট্রাকের ধাক্কায় জখম
হয়েছিলেন।সেই সময় তার কোমরের বামদিকে আঘাত লেগেছিল।দিল্লীরর একটি বেসরকারি
হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হন।