রক্ত সংকট মালদা জেলায়
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা,
গত কয়েকদিন
ধরে রক্ত
সংকট জেলায়। মালদা
মেডিকেল কলেজ
হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত শুন্য।
কোন গ্রুপের
রক্তই পাওয়া
যাচ্ছেনা সেখানে।
গত কয়েকদিন
ধরে রক্ত
সংকট জেলায়। মালদা
মেডিকেল কলেজ
হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত শুন্য।
কোন গ্রুপের
রক্তই পাওয়া
যাচ্ছেনা সেখানে।
দূর–দূরান্ত থেকে
আসা রোগীর
পরিজনদের সমস্যার
সম্মুখীন হতে
হচ্ছে।
তাদের অভিযোগ,
গত কয়েকদিন
ধরে রক্তশূন্য
মেডিকেল কলেজ
হাসপাতালের ব্লাডব্যাঙ্কে। বুধবার রক্তের
চার্ট দেখে
জানা যায়,
কোনো গ্রুপের
রক্তই মজুদ
নেই সেখানে। ফলে
চরম সমষ্যায়
পরতে হচ্ছে
হাসপাতালে ভরতি রোগীর পরিজনদের।
আসা রোগীর
পরিজনদের সমস্যার
সম্মুখীন হতে
হচ্ছে।
তাদের অভিযোগ,
গত কয়েকদিন
ধরে রক্তশূন্য
মেডিকেল কলেজ
হাসপাতালের ব্লাডব্যাঙ্কে। বুধবার রক্তের
চার্ট দেখে
জানা যায়,
কোনো গ্রুপের
রক্তই মজুদ
নেই সেখানে। ফলে
চরম সমষ্যায়
পরতে হচ্ছে
হাসপাতালে ভরতি রোগীর পরিজনদের।
জেলার বিভিন্ন
এলাকা থেকে
নানান রোগে
আক্রান্ত হয়ে
রোগীরা ভরতি
হন মালদা
মেডিকেল কলেজ
হাসপাতালে।
তাদের মধ্যে
বেশ কয়েকজন
রোগীর রক্তের
প্রয়োজন হয়। সেই
রক্তের যোগান
দিতে হিমসিম
ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ। রোগীর পরিজনেরা
জানিয়েছেন, চিকিৎসকেরা রোগীকে রক্ত দেওয়ার
কথা বলেন। কিন্তু
তা তারা
ব্লাডব্যাঙ্কে পাচ্ছেননা। ব্লাডব্যাঙ্কে তরফ
থেকে জানানো
হয়, পরিবারের
লোকেদের রক্ত
দিয়েই সমষ্যা
মেটাতে হবে। জানা
গিয়েছে, পঞ্চায়েত
নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল
রক্তদান শিবির
করছেননা।
এই কারনেই
জেলায় তৈরি
হয়েছে রক্ত
সংকট।
যদিও এই
বিষয়ে মালদা
মেডিকেল কলেজ
কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।
এলাকা থেকে
নানান রোগে
আক্রান্ত হয়ে
রোগীরা ভরতি
হন মালদা
মেডিকেল কলেজ
হাসপাতালে।
তাদের মধ্যে
বেশ কয়েকজন
রোগীর রক্তের
প্রয়োজন হয়। সেই
রক্তের যোগান
দিতে হিমসিম
ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ। রোগীর পরিজনেরা
জানিয়েছেন, চিকিৎসকেরা রোগীকে রক্ত দেওয়ার
কথা বলেন। কিন্তু
তা তারা
ব্লাডব্যাঙ্কে পাচ্ছেননা। ব্লাডব্যাঙ্কে তরফ
থেকে জানানো
হয়, পরিবারের
লোকেদের রক্ত
দিয়েই সমষ্যা
মেটাতে হবে। জানা
গিয়েছে, পঞ্চায়েত
নির্বাচনের জন্য কোনো রাজনৈতিক দল
রক্তদান শিবির
করছেননা।
এই কারনেই
জেলায় তৈরি
হয়েছে রক্ত
সংকট।
যদিও এই
বিষয়ে মালদা
মেডিকেল কলেজ
কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।