December 12, 2024

হাতে বানানো কার্ড বিক্রি করে মেয়েদের হাতে স‍্যানিটারি ন‍্যাপকিন তুলে দিলেন শ্রীমতি মহুয়া ভদ্র

1 min read

দেবাঞ্জলী চক্রবর্তী, কলকাতা:
Big man, strong man not making country strong … woman strong, mother strong,
sister strong then country strong. হাতে
বানানো কার্ড
বিক্রি করে
সেই পয়সা
দিয়ে হরালী
গ্রামে মেয়েদের
হাতে ্যানিটারি
্যাপকিন তুলে
দিলেন শ্রীমতি
মহুয়া ভদ্র 
                              
শারিরীক
অসুস্থতাও হার মানাতে পারেনি মহুয়া
দেবীর এই
প্রয়াসকে
লক্ষ্য একটাই
মেয়েরা সতচেতন
হোক, সুস্থ
থাকুক
বিভিন্ন সংক্রমণ
থেকে মুক্তি
পাকমেয়েদের 
সুস্থ স্বাস্থ্যের  পথে আরো
এক পদক্ষেপ
অগ্রসর 
হলো ETERNAL BLISS (শিবজ্ঞানে জীবসেবা) 
                                     
নির্ভয়া
থেকে কামদুনী
কুশমন্ডি
থেকে মালদা
প্রতিটা ঘটনাই
শরীর শিউরে
ওঠার মতো,মনের কোণে
কোথাও যেন  ভয় করে মহুয়া
দেবীর, হাজারো
প্রশ্ন কুড়েঁ
খায় —- আমার
গ্রাম হরালীও??না নাসেই ভয় থেকে
একটূ একটু
করে চোয়াল
শক্ত করে
ঘুরে দাঁড়াবার
জেদকরতেই হবে
মেয়েদের সচেতন,
অন্তত নিজেদের
সুরক্ষার জন্য
যেন নিজেরাই
তৈরী থাকে
ওরা
                                    
সেই স্বপ্ন
নিয়ে ETERNAL BLISS এর এই
পদক্ষেপ
এছাড়াও 
হরালীতে শুরু হয়েছে মার্শাল আর্টের
প্রশিক্ষণ
নিজেদের রক্ষার্থে   নিজেরা
স্বাবলম্বী হোক মেয়েরানির্ভরশীল
হতে যাতে  না হয় বিপদে মহিলার
শক্তিশালী হলে তবেই দেশ শক্তিশালী
হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *