December 22, 2024

প্রতিবারের ন্যায় শুরু হল দীর্ঘদিন ব্যাপী বিকটকালী পূজা।।

1 min read

বর্ণালি সরকার, বালুরঘাটঃ প্রতিবারের ন্যায় এবারেও ত্রিমোহিনী এলাকায় শুরু হয়েছে বিকটকালী মাতার পূজা ও মেলা। দীর্ঘদিনের এই পূজাকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। বিকটকালীর কাছে মানত করলে তা পূরন হয় বলে বিশ্বাস এলাকাবাসীর। গত ৫ই এপ্রিল ঘট স্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় মায়ের পুজো। শনিবারে পুজোর পরে শুরু হয় মেলা। মেলা চলবে তিনদিন ধরে। পুজো ও মেলার এই কয়েকদিনে দূর-দূরান্ত থেকে লাখ লাখ দর্শনার্থী ও ভক্তগন ভিড় জমান পূজো প্রাঙ্গণে।

গ্রামের নব্য প্রাচীনকালের বিকটকালী মাতার এবারের পুজোর আজ চতুর্থ দিন। এদিন অনুষ্ঠিত হল শ্মশান খেলা। প্রতিবারের ন্যায় এবারেও মধ্যরাত্রি থেকে মন্দির প্রাঙ্গণে শ্মশান খেলা শুরু হয়। বিভিন্ন রীতিনীতির মধ্যে দিয়ে বেলা প্রায় ১০টা নাগাদ শেষ হয় এবারের শ্মশান খেলা। প্রায় ৭হাজার ভক্তের উপস্থিতিতে জনসাধারনের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *